দুইদিন পর ঘটনাস্থল হতে প্রায় ২০ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার ধলেশ্বরী নদী হতে পুলিশের ধাওয়া খেয়ে তালতলা-গৌরগঞ্জ খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টার ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে। পরে টঙ্গীবাড়ি থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সুরতহাল করার সময় কুদ্দুসের প্যান্টের পিছনের পকেটে নীল রঙের জিপার হরে চার পিস ইয়াবা টেবলেট পাওয়া গেছে দাবি করছে টঙ্গীবাড়ি থানা পুলিশ।
এর আগে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মাদক ব্যবসায়ী কুদ্দুসকে ধরার জন্য অভিযান চালায় পুলিশ। এ সময় সে তার বাড়ির পাশের তালতলা-গৌরগঞ্জ খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। তারপর হতে তার আর সন্ধান না পেয়ে বুধবার রাতে তার পরিবার ৯৯৯ ফোন করলে সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।বৃহস্পতিবার সকাল ৮টা হতে রাত সাড়ে ৭টা পর্যন্ত খুঁজেও নিখোঁজের সন্ধান না পেয়ে উদ্ধার কার্যক্রম স্থগিত করে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত ১টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার ধলেশ্বরী নদীতে ওই এলাকার লোকজন নিহতে মরদেহ ভাসতে দেখে খবর দিলে ফায়ার সার্ভিসে এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও এলাকার কুদ্দুস সরদার কুখ্যাত মাদক ব্যবসায়ী ছিলেন। বুধবার বিকালে সাড়ে ৪টার দিকে তাকে ধরার জন্য ধাওয়া করে টঙ্গিবাড়ি থানা পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে বালিগাঁও বাজারের পাশের তালতলা-গৌরগঞ্জ খালে ঝাঁপ দেয় সে। খালটি বেশ প্রশস্ত ও তীব্র স্রোত থাকায় নিখোঁজ হয়।
সে টংগিবাড়ি উপজেলার বালিগাঁও গ্রামের আঃ ছাত্তার সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ধাওয়া খেয়ে কুদ্দুস পানিতে ঝাঁপ দেয় । পরে পুলিশ ওরে উঠে আসতে বললে । ওই উঠে আসেনাই সাতরাইয়া চইল্লা গেছে। পুলিশ ওরে ওঠার জন্য লাঠি দিতে চাইছিলো। কিন্ত ওই লাঠি ধরে নাই।
টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান বলেন, নিখোঁজের লাশ বেতকা খালে ভেসে উঠেছে। পরে ময়নাতদন্তের জন্য্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কুদ্দুসের লাশ পাওয়ার পর সুরতহাল করার সময় পিছনের পকেটে নীল রঙের জিপারে চার পিস ইয়াবা টেবলেট পাওয়া গেছে।
ওসি রাজিব খান আরও বলেন, কুদ্দুস চিহ্নিত মাদক কারবারি ছিলো। টঙ্গীবাড়ি ও লৌহজং থানায় তার বিরুদ্ধে মাদক, জুয়া ও চুরির ১৫টিরও বেশি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএ