১২ আগস্ট, ২০২৩ ১৬:০৩

বোচাগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

বোচাগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

দিনাজপুর-পঞ্চগড় রেলপথের বোচাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নুসরাত জাহান নিশি নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত সন্ধ্যায় বোচাগঞ্জ উপজেলার জালগাঁও জালিয়াপাড়া সবুজ খামারের পাশে পঞ্চগড়গামী দোলনচাঁপা ট্রেনে কাঁটা পড়ে তার মৃত্যু হয়েছে।

নিহত নুসরাত জাহান নিশি (১৪) কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে।

দিনাজপুর জিআরপি থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০মিনিটে তারা খবর পায় অজ্ঞাতনামা এক যুবতী বোচাগঞ্জ উপজেলার জালিয়াপাড়া সাবুজ খামারের পাশে পঞ্চগড়গামী দোলনচাঁপা ট্রেনে কাঁটা পড়েছে। ঘটনাস্থলে পুলিশ সুরতহাল রিপোট তৈরি করে এবং শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে তার পরিচয় পাওয়া যায়।

দিনাজপুর জিআরপি থানার ওসি মোঃ হারুন অর রশিদ মৃধা ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটি কিভাবে ট্রেনে কাটা পড়েছে তা আমরা নিশ্চিত নই। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর