১৩ আগস্ট, ২০২৩ ১৬:০১

বিশ্বনাথে চার জুয়াড়ি গ্রেফতার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি


বিশ্বনাথে চার জুয়াড়ি গ্রেফতার

নগদ টাকা ও জুয়া খেলার উপকরণসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়াবাজার জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে আবদুল মতিন (৩৭), একই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে ছলেহ আহমদ (৪৫), মৃত খুরশিদ আলীর ছেলে লিয়াকত আলী (৫৫) ও দৌলতপুর গ্রামের ছোরাব উল্লাহর ছেলে আফরুজ মিয়া (৪২)। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন উপকরণ জব্দ করে পুলিশ। জুয়া আইনে মামলা নিয়ে আজ রবিবার দুপুরে সিলেট আদালতে পাঠানো হয়েছে তাদের। 

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক জয়ন্ত সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আজ সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।    

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর