ময়মনসিংহের ফুলপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গোদারিয়া ও মোকামিয়া আশ্রয়ণ প্রকল্পসহ উপজেলা পরিষদ ও বিদ্যুৎ অফিসের আশপাশ এলাকার ৬০ জন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও ফুলপুর বিদ্যুৎ বিভাগের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিজনকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন ও ১ কেজি লবণ দেওয়া হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, ফুলপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল