জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সকাল সাড়ে ৭ টায় জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কার্যক্রম শুরু হয়। এর পর ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোয়ালচামট বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে একে একে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, প্রেসক্লাবসহ দুই শতাধিক প্রতিষ্ঠান। এর আগে ১৫ই আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ মিলনায়তনে জেলা প্রশাসকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/নাজমুল