কুষ্টিয়ার খোকসায় দাঁড়িয়ে থাকা প্রাইভেটকার থেকে চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, যাত্রীর অপেক্ষায় নিজের ছিটে ঘুমিয়ে থাকা চালক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্টান্ডে নিজের সিটে মারা যাওয়া ওই চালকের নাম সামসুজ্জামান (৫৫)। তিনি নারায়নগঞ্জ থানার পঞ্চপুটি গ্রামের নূর ইসলামের ছেলে।
ধারণা করা হচ্ছে ওই চালক ঢাকাগামী যাত্রী পাওয়ার অপেক্ষায় বাস স্ট্যান্ডে ঘুমিয়ে ছিলেন। ঘুমের মধ্যে কোন এক সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।
খোকসা থানা পুলিশের এসআই বিপুল কুমার ঘোষ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে উদ্ধার করেন। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে তার পকেটে পাওয়া কাগজপত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরিবারের লোকেরা এসে নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম