১৬ আগস্ট, ২০২৩ ১৮:০৬

কলাপাড়ায় ৬শ পরিবারে খাদ্য সহায়তা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি


কলাপাড়ায় ৬শ পরিবারে খাদ্য সহায়তা

পটুয়াখালীর কলাপাড়ায় দরিদ্র ও কর্মহীন ৬শ ৩২ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওইসব পরিবারের হাতে এ সহায়তা তুলে দেয়া হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বিসিপিসিএল কোম্পানীর সি এস আর কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ কেজি তেল প্রদান করা হয়েছে।

বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান সুজন মোল্লা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব, উপ-মহা ব্যবস্থাপক মো.শহিদুল্লাহ ভূইয়া, উপ ব্যবস্থাপক আল মামুন জসিম, সহকারী ব্যবস্থাপক তাকিব বিন রউফ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু ও ইউনিয়ন পরিষদ সদস্যসহ গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর