১৯ আগস্ট, ২০২৩ ১২:০৪

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্টিফেন তিরকি (৫০) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে শহরের পরিষদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক মো. মামুনুর রশিদ।

নিহত স্টিফেন তিরকি পরিষদ পাড়ার দানিয়েলের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি রাত সাড়ে ১০টার দিকে পরিষদ পাড়ার রবি ড্রাইভারের বাসার সামনে স্টিফেন তিরকিকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. সালাম জানান, মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় স্টিফেন তিরকিকে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ বলেন, কি কারণে হত্যাকাণ্ডটি হয়েছে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে হত্যাকাণ্ডের রহস্য বের করার জন্য।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর