২০ আগস্ট, ২০২৩ ১৩:২৬

টেকনাফে র‍্যাবের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে র‍্যাবের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

কক্সবাজারের টেকনাফ থানাধীন সাতঘরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। 

গ্রেফতারকৃত আসামি হলেন টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের  পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে মাহাত আলম ওরফে মো. আলম (৪০)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন সাতঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি মাহাত আলম ওরফে মো. আলমকে গ্রেফতার করা হয়। 

তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর