গোপালগঞ্জের রসগোল্লাকে জিআই (ভৌগলিক নিদর্শন) পণ্য হিসেবে অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে ডকুমেন্টেশন এবং আবেদন সম্পন্নকরণ উপলেক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, ডিডিএলজি আজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মোহসীন উদ্দিন, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদাউস ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় গোপালগঞ্জ জেলার রসগোল্লাকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তিকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া জেলার অন্যান্য কোন পণ্যকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তিকরণ করার মতো থাকলে আগামীতে তার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে বলে সভায় জানানো হয়।
বিডি-প্রতিদিন/বাজিত