গোপালগঞ্জে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সাক্ষরতা কার্যক্রম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে পূবালী ব্যাংক লিমিটেডের গোপালগঞ্জ শাখা এই আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি বক্তব্য দেন ব্যাংকের ফরিদপুর অঞ্চলের প্রধান ও ডিজিএম মোহাম্মদ হাফিজুর রহমান সরদার।আয়োজক ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বর্ণ কলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহে আলম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মাহাবুর রহমান মহি, শিক্ষার্থী মৃণাল সিকদার, কাজী সামি, জ্যোতি মজুমদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক লিমিটেড গোপালগঞ্জ শাখার অপারেশন ম্যানেজার বিকাশ মণ্ডল। পরে শিক্ষার্থীদের মধ্যে পেন্সিল বক্স, কলম ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ