কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের লাইনে এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি সকাল ৯টার দিকে ভৈরব স্টেশনে এসে পৌঁছায়। এরপর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ট্রেনের ইঞ্জিন ঘুরানো সময়ে হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। পরে তাৎক্ষণিক ইঞ্জিনের চাকা উদ্ধারের জন্য ভৈরব স্টেশনের টেকনিশিয়ান টিম কাজ করছেন। দুপুর ১২টা ১৫ মিনিটে এই নিউজ লেখা পর্যন্ত ট্রেনের ইঞ্জিনের চাকা উদ্ধার করা হয়নি।
ভৈরব রেলস্টেশন মাস্টার মো.ইউসুফ মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময়ে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আমরা ইঞ্জিনটি উদ্ধারের জন্য কাজ করছি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ