চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী জাহাজপোতা গ্রাম থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি মো. রাজ্জাক আলীকে (৪৯) আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী জাহাজপোতা গ্রামের সাইনবোর্ডতলা নামক স্থানের তিন রাস্তার মোড় থেকে তাকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটককৃত রাজ্জাক উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামের হোসেন আলির ছেলে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো. রকিবুল ইসলাম। তিনি জানান, বিজিবি চোরাকারবারির পায়ের চামড়ার জুতার সোলের মধ্যে থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬টি স্বর্ণের বার (৭০০ গ্রাম) উদ্ধার করে।
উদ্ধারকৃত বারের আনুমানিক মূল্যে প্রায় ৬২লক্ষ টাকা বলে বিজিবি জানায়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক