সারা দেশের ন্যায় ফেনীতে চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি (ইন্টার্নশিপ) ও ছাত্র ধর্মঘট করেছে ম্যাটস শিক্ষার্থীরা। আজ সকাল ৯টার দিকে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চার দফা দাবিগুলো হলো কর্মসংস্থান সৃষ্টি, দ্রুত নিয়োগ, অ্যালাইড বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড গঠন, ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ প্রদান।
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাইভেট প্র্যাক্টিশনার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মোহাম্মদ লিটন, সাংগঠনিক সম্পাদক দাউদুল ইসলাম সুমন, আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে সোহানুর রহমান ও আবদুল হাকিম।
বিডি প্রতিদিন/এএ