২৮ আগস্ট, ২০২৩ ১৭:৩৭

কলারোয়ায় ৬৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

কলারোয়ায় ৬৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরার কলারোয় থেকে ৬৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। রবিবার রাতে কলারোয়া উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম কবিরুল ইসলাম (৩২)। তিনি কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, কলারোয় উপজেলা সদর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরপর স্থানীয় লোকজনের সামনে তার কাছে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর