৩০ আগস্ট, ২০২৩ ১৭:৪৭

উজিরপুরে শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

উজিরপুরে শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের বাগান থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সাড়ে ৮টায় মশাং মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাবেয়া বেগমের বাড়ির বাগান থেকে মেহেদী হাসান নামে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। 

গত ২৮ আগস্ট রাত ১০ টার পর মশাং গ্রামের কাসেম বেপারীর ছেলে মেহেদী হাসান বেপারী (২৩) নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। বিষয়টি উজিরপুর থানায় অবহিত করে তার পরিবার।   

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ৮ টার দিকে মশাং মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাবেয়া বেগমের বাড়ির বাগান থেকে মেহেদী হাসানের ক্ষতি বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। 

ঘটনাস্থল পরিদর্শনকারী উজিরপুর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, মেহেদী হাসানকে হত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে। তার মুখমন্ডল রক্তাক্ত, গলায় ফাঁসের দাগ এবং ক্ষত রয়েছে।

উজিরপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, মেহেদী হাসানের মৃত্যুর কারণ নিশ্চিত হতে তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতের পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর