৩ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২৯

ভৈরবে ৬০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

ভৈরবে ৬০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

কিশোরগঞ্জের ভৈরব থেকে ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৩ সেপ্টেম্বর) অভিযানটি চালানো হয়।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ভৈরবের বাঁশগাড়ি হিন্দুপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- ভৈরবের বাঁশগাড়ি গ্রামের শিশু মিয়ার ছেলে শের আলী (৪০) ও একই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে সুমন মিয়া (৪২)। তারা মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়। এ ব্যাপারে ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর