৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৪০

বগুড়ায় কুপিয়ে ‍যুবকের হাত-পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় কুপিয়ে ‍যুবকের হাত-পা বিচ্ছিন্ন

বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘীতে চাউল ব্যবসায়ী আশিক সরকারকে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের কব্জি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টায় হামলায় আহত আশিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বগুড়া সদর থানা পুলিশ পরিদর্শক শাহীনুজ্জামান শাহীন জানান, সোমবার রাতে বগুড়া সদরের বানদিঘীর তোজাম্মেল হক তোতার ছেলে আশিক সরকার বানদিঘী বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এই সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত মুখোশ পরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আশিকের ওপর অতর্কিত হামলা চালান। দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে তার ডান হাতের কব্জি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশিককে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত ১২ টার দিকে আশিককে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিয়ে পুলিশ সদস্যরা কাজ করছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর