সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গাড়াবেড় এলাকায় অভিযান চালিয়ে জুয়াড়ি চক্রের এজেন্টসহ ৬ জনকে আটক করেছে র্যাব-১২। বুধবার গাড়াবেড় এলাকার আশাদুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কাজিপুর উপজেলার গোদাগাড়ি গাড়াবেড় এলাকার মৃত আশাদুল ইসলামের ছেলে রবিউল হাসান (২১), একই এলাকার সোলায়মান হোসেনের ছেলে ফেরদৌস আলী (২৭) ও রাসেল রানা (২৩), মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল এলাকার মৃত মতিউর রহমানের ছেলে রায়হান কবির (২৮), মাইজবাড়ি এলাকার হাছেন আলীর ছেলে সুইট রেজা (২৬) ও মৃত ইব্রাহিম হোসেনের ছেলে ইলিয়াস উদ্দিন (৩৬)।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর লেফটেন্যান্ট কোম্পানি কমান্ডার মো. আবুল হাশেম সবুজ। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।
এসময় জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ১৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে প্রতি মাসে এই চক্র কোটি-কোটি টাকা বিদেশে পাচার করে আসছে। এ বিষয়ে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম