বগুড়ায় পল্লী চিকিৎসকদের নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের চারমাথা স্থানীয় একটি মোটেলে পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ লি. বগুড়া জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে।
সংগঠনের জেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক ডা. লুৎফর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি পল্লী চিকিৎসক সৈয়দ জাহাঙ্গীর আলী।সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক শওকত আলী মন্ডলের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ লি. বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেদ আলী, দিনাজপুর জেলার সভাপতি ডা. এনামুল হক, গাইবান্ধা জেলার সভাপতি ব্রজেন্দ্র নাথ মালাকার, জয়পুরহাট জেলার সভাপতি মোখলেছ, নওগাঁ জেলার সভাপতি কামাল হোসেন প্রমুখ।
সেমিনারে সারাদেশে সরকারিভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২৭ হাজার ১১৩ জন পল্লী চিকিৎসককে রেজিষ্ট্রেশন প্রদান করার জন্য জোর দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/কালাম