মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর-সেক্রেটারিসহ ৫ নেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শাহবন্দর এলাকায় একটি বাড়িতে ভার্চুয়াল আলোচনা সভা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, সেক্রেটারি ইয়ামীর আলী, মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের আমীর ফখরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী ও জেলা জামায়াতের নেতা শেখ শাহাবুদ্দিন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে মৌলভীবাজার জেলা জামায়াতের আমীরসহ ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াত নেতৃবন্দ জানান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা। অনুষ্ঠানটি অনলাইন প্লাটফর্মে সকল-শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে জনসম্মুখেই করা হয়েছিল। এখানে গোপন বৈঠক নয়। প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়।
বিডি প্রতিদিন/এএ