বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলার গোয়ালন্দ মোড় এলাকায় গোয়ালন্দ পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. আসলাম মিয়ার কার্যালয় সংলগ্ন মাঠে এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডলের সভাপতিত্বে যৌথ কর্মীসভা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু। যৌথ কর্মীসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুল আলম।
যৌথ কর্মীসভায় বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাড. আসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্ট জেলা কৃষক দলের সদস্য সচিক এ. কে এম সিরাজুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুব দলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।গোয়ালন্দ পৌর বিএনপির যৌথ কর্মীসভায় চার শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মীসভাকে ঘিরে গোয়ালন্দ মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিডি প্রতিদিন/এএ