ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক জেলের ছুরিকাঘাতে আরেক জেলে নিহত হয়েছেন। শনিবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটের পাশে চডারমাথা মাছঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত জেলে হলেন-ইলিশা মাছঘাট এলাকার তফাজ্জল হোসেনের ছেলে রাসেল (১৯)। অভিযুক্ত জেলে একই এলাকার চৌধুরীর ছেলে রিয়াদ (২৫)। পুলিশ অভিযুক্ত রিয়াদকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রিয়াদ এবং রাসেল উভয়ে স্থানীয় আক্তার মাঝির নৌকায় মেঘনা নদীতে মাছ ধরতেন। সকালে চডারমাথা মাছ ঘাটের পাশে তারা দুজনে জাল মেরামতের কাজ করছিলেন। এসময় একজন আরেকজনের কাছে সিগারেট চেয়েছিলেন।এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে রিয়াদের হাতে থাকা জাল মেরামতের কাজে ব্যবহৃত ছুরি দিয়ে রাসেলকে আঘাত করে। রাসেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ভোলা হাসপাতাল নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত রিয়াদকে আটক করেছে পুলিশ।
ইলিশা তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা জানান, অভিযুক্ত রিয়াদকে আটক করা হয়েছে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই