বাগেরহাটের মোরেলগঞ্জে মামুন শেখ(৩৫) নামে এক মোটরশ্রমিকের গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে পৌরসভার পূর্ব সরালিয়া গ্রামে নিজ ঘরে পাওয়া যায় তার মরদেহ। এরপর রাত ১১ টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নিয়েছে। মৃত মামুনের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সে ওই গ্রামের ফারুক শেখের ছেল।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মামুন শেখের মৃত্যুর সঠিক কারন জানতে তার মরদেহ উদ্ধার করে রবিবার (১০ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ