১০ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:০২

চুয়াডাঙ্গায় চালকদের লাইসেন্স সংশোধনের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় চালকদের লাইসেন্স সংশোধনের দাবিতে মানববন্ধন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন কয়েক জেলার চালক ও পরিবহন শ্রমিকরা। রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্সে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ সংযোজন করে ড্রাইভিং লাইসেন্স নবায়নের সুযোগ প্রদান করাসহ ৫ দফা দাবিতেএ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল জানান, দাবিগুলোর মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্মতারিখ সংশোধন, শ্রেণি পরিবর্তন, ড্রাইভিং লাইসেন্সের নথিভুক্তকরণ ও ছাড়পত্রের কার্যক্রম দ্রুত কার্যকর করে ছবি তোলার ব্যবস্থা করতে হবে। 

এসময় বক্তৃতা দেন, চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম, আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিল্টু জোয়ার্দ্দার প্রমুখ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর