লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে দুইবার নির্বাচিত সাবেক (জেনারেল এরশাদ সরকারের আমলে) সংসদ সদস্য চৌধুরী খুরশিদ আলম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রবিবার দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন বলে জানান তার পরিবারের সদস্যরা। জানাজা নামাজে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক মানুষ।
জানা যায়, চৌধুরী খুরশিদ আলম এরশাদ সরকারের আমলে ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এক নাগাড়ে দুইবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/এএ