ময়মনসিংহের ফুলপুরে অবসরজনিত কারণে গ্রাম পুলিশ দফাদার মিরাশ উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। ফুলপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের দফাদার মিরাশ উদ্দিনকে আজ রবিবার থানা ভবনের অডিটোরিয়ামে ওই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। মিরাশ উপজেলার বেলটিয়া বালিয়া (উত্তর) গ্রামের মৃত গিয়াস উদ্দিন ও রেজিয়া খাতুন দম্পতির পুত্র। তার জন্ম ১৯৬৪ সনের ১৫ সেপ্টেম্বর। ১৯৯০ সনের ১ সেপ্টেম্বর তিনি দফাদার হিসাবে গ্রাম পুলিশে যোগদান করেন। এরপর দীর্ঘ ৩৩ বছর চাকুরি জীবন শেষ করে আজ অবসরজনিত বিদায় নেন তিনি। তার চাকুরি জীবনের স্মৃতিগুলোকে স্মরণীয় করে রাখতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন।
এ সময় উপজেলার সকল গ্রাম পুলিশসহ ফুলপুর থানার বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন। দফাদার মিরাশ উদ্দিনকে চোখের অশ্রু বিসর্জন দিয়ে বিদায় জানানো হয়। তার চাকুরি জীবনের নানা স্মৃতি বিজড়িত ঘটনা তুলে ধরে বক্তব্য দেন ওসি আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) বন্দে আলী, সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন, বিদায়ী দফাদার মিরাশ উদ্দিন প্রমুখ। মিরাশ তার বক্তব্যে নানা দিক তুলে ধরে বিগত দিনের ভুল ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থনা করেন ও সকলের দোয়া কামনা করেন। এ সময় পুরো হলরুমের সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। সবশেষে বিদায়ী দফাদার মিরাশ উদ্দিনকে ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফুলেল শুভেচ্ছাসহ নানা উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানান।
বিডি প্রতিদিন/এএ