১০ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:১৬

দিনাজপুরে বিএনপি নেতা কারাগারে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বিএনপি নেতা কারাগারে

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সামনে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা আনিছুর রহমান ওরফে বাদশা চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুলফিকার উল্লাহর আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের ইন্সপেক্টর মো. রাজ্জাকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

আনিসুর রহমান ওরফে বাদশা দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলাধীন ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। 

জানা যায়, গত ১৯জুলাই দিনাজপুরে বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে নেতা-কর্মীদের সঙ্গে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সংঘর্ষ হয়। পরে এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক সালাউদ্দিন কাদের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বাদশা চেয়ারম্যানসহ নয় জনের নাম উল্লেখসহ আরও অনেককে অজ্ঞাতনামা আসামি করা হয়। 
এ মামলায় তিনি এতদিন উচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে ছিলেন। হাইকোর্টের নির্দেশক্রমে ছয় সপ্তাহ পর ১০ সেপ্টেম্বর দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর