চুয়াডাঙ্গায় জামায়াতের জেলা আমীর, পৌর আমির ও শিবিরের সাবেক সেক্রেটারিসহ ছয় নেতাকর্মীকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে পৃথক অভিযানে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা জামায়াতের জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন (৪৫), পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম (৩৯), শিবিরের সাবেক জেলা সেক্রেটারি হুমায়ুন কবীর (২৭), জামায়াত কর্মি মহাসিন আলী (২৬), মাসুম বিল্লাহ (৪২) ও মিনারুল ইসলাম (২৯)।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, পূর্বের নাশকতা মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন