বাড়ি রং করার সময় দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে স্বপন রায় নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত স্বপন রায় (১৮) বীরগঞ্জ পৌর শহরের ৮নং ওয়ার্ডের ফায়ার স্টেশন এলাকার হিরা লাল রায়ের ছেলে।
সোমবার দুপুরে পৌর শহরের ৭নং ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকার গোপাল রায়ের বাসায় রংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
বীরগঞ্জ পৌরসভার প্যালেন মেয়র মো. আব্দুল্লাহ আল হাবিব মামুন জানান, পৌর শহরের ৭নং ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকার জোতিন্দ্র রায়ের ছেলে গোপাল রায়ের বাসায় রংয়ের কাজ করছিল স্বপন রায়। কাজ করার একপর্যায়ে দুপুরে বাড়ির ওপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে জড়িয়ে যায় স্বপন রায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সেপেক্টর মো. মেরাজ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল