জামালপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক জানান, জামালপুর পৌর এলাকার লাঙ্গলজোড়া গ্রামের আজিজুল হকের ছেলে রোহান জ্বরে আক্রান্ত হয়ে কয়েকদিন বাড়িতে অবস্থান করেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত রবিবার জামালপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে নমুনা পরীক্ষায় রোহানের ডেঙ্গু শনাক্ত হয়।
সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রোহানের। সে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল