ময়মনসিংহের তারাকান্দায় ৪ বোতল ভারতীয় মদসহ সুমন মিয়া (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেলের দিক নির্দেশনায় এসআই আব্দুল মালেক সঙ্গীয় এএসআই রুবেলসহ পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে তারাকান্দা নতুন বাজার এলাকা থেকে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করে।
আটক মাদক কারবারি সুমন মিয়া (১৯) ধোবাউড়া উপজেলার জিগাতলা গ্রামের দুলাল মিয়া ও মোছা. বেগমের পুত্র। এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামি সুমনকে আজ মঙ্গলবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ