রংপুর নগরীতে স্কুলছাত্রী ধর্ষণে অন্তঃস্বত্ত্বা হওয়ার মামলায় আসামি নিজাম উদ্দিনকে (৬৩) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নীলফামারী জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে নিজাম উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, থানায় মামলা হওয়ার পর থেকে নিজাম উদ্দিন গা ঢাকা দেয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে ফেলে। ফলে তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিলো না। পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে সোমবার রাতে নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএ