পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি রাজিব হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার সকালে তাকে কলাপাড়া থানায় হস্তান্তরের পর দুপুরে আদালতে প্রেরণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এর আগে সোমবার রাত এগারোটার দিকে পার্শ্ববর্তী আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের নিজ বাড়িতে বসে শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে পিটিয়ে এবং গলায় ফাঁস দিয়ে তার স্ত্রী নারগিস বেগমকে হত্যা করে স্বামী রাজিব। ঘটনার পরের দিন নারগিসের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রাজিবকে প্রধান আসামি করে ৫ জনের নামে কলাপাড়া থানায় হত্যা মামলা দায়ে করেন।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ সাংবাদিকদের জানান, তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএ