১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫১

খাগড়াছড়িতে ৫০ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ আটক ৩

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে ৫০ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ আটক ৩

খাগড়াছড়ি জেলা সদরের ট্রাস্ট ব্যাংকের পেছনের একটি ট্রান্সপোর্ট অফিস থেকে ১৫ বস্তা ভারতীয় অবৈধ সিগারেটসহ ৩ জনকে আটক করেছে আর্মড পুলিশ। এসব মালামালসহ আটক ৩ জনকে বুধবার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আর্মড পুলিশ এসব সিগেরেটসহ ৩ জনকে আটক করে। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।

খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আর্মড পুলিশ রাতে অভিযান চালিয়ে ভারতীয় সিগারেটসহ ৩ জনকে আটক করেছে। এসব মালামাল ও আটক ৩ জনকে সদর থানায় হস্তান্তর করেছে। আর্মড পুলিশের পক্ষ থেকে একটি মামলাও রুজু করা হয়।
 
জানা গেছে, র্দীঘদিন ধরে একটি গ্রুপ ভারতের ত্রিপুরা থেকে অবৈধভাবে পানছড়ি দিয়ে খাগড়াছড়ি শহরে এনে এসব ভারতীয় পণ্য ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচার করে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর