ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী ইউনিয়নের ছাইডাঙ্গার বিল থেকে জনৈক আল আমিনের লাশের বিভিন্ন অংশ উদ্ধারের পর দীর্ঘ ১ বছর পর হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার মো. শাহজাহান জানান, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এলাকার জনৈক আল আমিনকে পূর্ব শত্রুতার জের ধরে বিগত ২০২২ সালের ৬ সেপ্টেম্বর আসামিরা ধারালো অস্ত্র দিয়ে নৃসংশভাবে হত্যা করে হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আলাদা করে বিলের পানির মধ্যে ফেলে দেয়। পরে ৩০ নভেম্বর মধুখালী থানা পুলিশ বিলের মধ্য থেকে বেশকিছু হাড়গোড় উদ্ধার করে। এসময় নিখোঁজ থাকা আলামীনের পরিবারের ডিএনএর সাথে উদ্ধার হওয়া হাড়গোরের পরীক্ষা করে তা আলামীনের বলে সনাক্ত হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়হতায় হত্যাকাণ্ডের সাথে জড়িত মো. মনির শেখ ও আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। আসামিরা পুলিশের জিজ্ঞাসাবাদে আল আমিনকে নৃসংশভাবে হত্যার কথা স্বীকার করে।
বিডি প্রতিদিন/হিমেল