পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের উদ্যোগে কুড়িগ্রামে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের দাবিতে এ ধর্মঘট পালন করে জেলার তরুণ জলবায়ু কর্মীরা।
শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এসময় জলবায়ু কর্মীরা জীবাশ্ম জ্বালানীতে অর্থায়ন বন্ধ এবং জীবাশ্ব জ্বালানী এলএনজি আমদানির ওপর দেশের নির্ভরতা কমানোর দাবি জানান। এতে তরুণদের সাথে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কুড়িগ্রাম জেলা টিমের সমন্বয়ক সুজন মোহন্ত, সহকারী কো-অর্ডিনেটর দুলাল হোসেন মোল্লাহ, সদস্য স্বপন সরকার, নুসরাত জাহান, সুলতান, রুবাইয়া, রাশেদুল ও আালামিনসহ আরো অনেকে।
এসময় জেলা সমন্বয়ক সুজন মোহন্ত বলেন, জলবায়ু পরিবর্তনের বিপর্যয়ের কারণে বিশ্ব এখন সংকটময়। বিশেষ করে আমাদের জেলার চরের মানুষজন প্রতিবছর এর চরম ক্ষতির শিকার হচ্ছেন। আমরা উন্নত দেশগুলোকে প্যারিস সম্মেলন চুক্তি মেনে কার্বন নিঃসরণ হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল