বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমাখোলা গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় তাতে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছেন স্থানীয়রা। শনিবার সকালে স্থানীয় গ্রামবাসীরা কাঁচা সড়কটি দ্রুত পাকাকরণের দাবিতে এই প্রতিবাদ করেন।
স্থানীয়রা জানান, উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামটিতে রয়েছে প্রায় আড়াই হাজার মানুষের বসবাস। এছাড়া এই গ্রামটিতে রয়েছে ডক্টর একেএম মজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়। ওই গ্রামের দুই কিলোমিটার কাঁচা সড়ক দিয়ে প্রতিদিন তালতলী উপজেলা শহরসহ দেশের ভিভিন্ন এলাকায় মানুষজন চলাচল করে। বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিপূর্ণ হয়ে যাওয়ায় ওই সড়ক দিয়ে গ্রামবাসীর চলাচল দায় হয়ে পড়ে। সড়কটি এতই খারাপ থাকে যে ফলে মানুষজনের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির সময় সড়কে কাঁদার পরিমাণ বেড়ে যাওযায় খালি পায়েও মানুষজন চলতে পারে না। সড়কটিতে কাঁদা থাকার কারণে বর্ষাকালে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। এছাড়া স্থানীয়দের উৎপাদিত কৃষি পন্যও
বাজারে নিতে পারেনা।
ডক্টর একেএম মজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বৃষ্টির দিনে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারে না। আসলেও তাদের কাপর চোপর কাদায় নষ্ট হয়ে যায়।
সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস ফরাজী বলেন, সড়কটি পাকাকরণের জন্য উপজেলা পরিষদের উন্নয়ন সভায় আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল