গাজীপুরের কালিয়াকৈরে রবিবার সকালে উপজেলা চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা চত্বর একটি র্যালি বের হয়। এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা নাসরিন আরা পোষন, উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খান, উপজেলা সহকারী প্রকৌশলী নিতাই চন্দ্র রায়, আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সাকিল, মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন, ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ইছামদ্দীন, ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহআলম সরকারসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন ইউনিয়নের মেম্বাররা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন