"সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টার দিকে মেহেরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
জেলা প্রশাসক মোঃ শামিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি মেহেরপুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ