“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার”এ স্লোগানে জাতীয় স্থানীয় সরকার দিবস নানা আয়োজনে উদযাপন করেছে দিনাজপুর জেলা প্রশাসন।
এ উপলক্ষ্যে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ।
দিনাজপুর সদর উপজেলা পরিষদের মাঠে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা চলবে ৩ দিনব্যাপী।
স্থানীয় সরকার বিভাগ দিনাজপুরের উপপরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সিভিল সার্জন ডা: এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী,সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রমিজ আলম প্রমুখ।
এছাড়াও দিনাজপুরের চিরিরবন্দর, ঘোড়াঘাটসহ বিভিন্ন উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এএ