ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষধর সাপের কামড়ে সোনিয়া (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সোনিয়া ওই এলাকার মজনু খানের মেয়ে। সোনিয়া বিটঘর উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির ছাত্রী।
সোনিয়ার বাবা মজনু মিয়া জানান, তার মেয়ে সোনিয়া শখের বসে আজকে হাতে মেহেদী দিয়েছিল। এসময় সোফায় বসা অবস্থায় একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দিলে সোনিয়া সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তারা সোনিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, রাত সাড়ে ৯টার দিকে সোনিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকেরা। সোনিয়ার পায়ে সাপের দাঁতের কামড় চিহ্ন রয়েছে। বিষধর সাপের কামড়েই সোনিয়ার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম