নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে যুবলীগকর্মী আজাদ শেখ (৩২) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পেড়লী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পেড়লী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পেড়লী ইউনিয়ন যুবলীগ সভাপতি নিহত আজাদের ছোটভাই সাজ্জাদ শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আশিষ ভট্টাচার্য, পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু, হাবিবুল আলম বীর প্রতীক মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম শেখ, ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পলাশ মাহমুদ মোল্লা, অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিম শেখ, পেড়লী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু মুছা রানা, মাওলানা মহিউদ্দিন শেখ, নিহত আজাদের স্ত্রী হালিমা বেগম, মা খুরশিদা বেগম।
বক্তারা বলেন, যুবলীগের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে বাড়িতে ফেরার পথে গত ২০ জুলাই সন্ধ্যায় পিরোলী চৌরাস্তা মহসিন মোড় এলাকায় প্রতিপক্ষের হামলায় আজাদ শেখ নিহত হন। ঘটনার তিনদিন পর ২০ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই সাজ্জাদ শেখ। ঘটনার প্রায় দুইমাস অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করেনি। বরং মামলা তুলে নেয়ার জন্য আসামিরা বাদী সাজ্জাদ শেখকে নানাভাবে হত্যার হুমকি দিচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল