‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যে সিলেটের বিশ্বনাথে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টার দিকে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলায় থাকছে আলোচনা সভা, সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রকল্প প্রদর্শন ও সেবা প্রদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সংক্রান্ত ধারণা প্রদান, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) আবদুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সজীব সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ