জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে নেত্রকোনায় তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত মেলার উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এসময় জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এতে স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের মোট ১১ টি স্টল অংশ নিয়েছে। এসকল স্টলে নিজস্ব কার্যক্রমগুলো তুলে ধরা হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করে মেলা পরিদর্শন শেষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরেই সমাপ্ত করা হয়।
মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সাধারণ মানুষের কাছে স্থানীয় সরকারের কার্যক্রমগুলো তুলে ধরার লক্ষ্যেই এ মেলার আয়োজন বলে জানান আয়োজকরা।
বিডি প্রতিদিন/হিমেল