গোপালগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ বিকেলে শেখ ফজলুল হক মণি স্মৃতি স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবউদ্দিন আজম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ সদর উপজেলার ১ নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কাশিয়ানী উপজেলার ৭০ নং সুপ্তাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার বলেন, ইতিমধ্যে এ টুর্ণামেন্টের ইউনিয়ন, ক্লাস্টার ও উপজেলা পর্যায়ের খেলা সমাপ্ত হয়েছে। এতে জেলার ৮৬২টি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। জেলা পর্যায়ে প্রতিযোগিতায় ছেলেদের ৫টি দল ও মেয়েদের ৫টি দল খেলার যোগ্যতা অর্জন করে । এ ১০টি দল নিয়ে আজ রোববার থেকে জেলা পর্যায়ের টুর্নামেন্ট শুরু হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর দুপুর আড়াই টায় শেখ ফজলুল হক মণি স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ছেলে ও মেয়েদের ২টি দল বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে।
বিডি প্রতিদিন/এএম