কুতুবদিয়ায় ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদর বড়ঘোপের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি কার্যালয়ের মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাইয়েবা তানজিমার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কপিল উদ্দীন কবির, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, কৈয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর মাতবর, দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন,উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
বিডি প্রতিদিন/হিমেল