নাটোরে রেলওয়ে স্টেশন প্লাটফরম এলাকায় ট্রেনে কেটে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি প্লাটফরমে প্রবেশ করার মুহূর্তে ওই ব্যক্তি কাটা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি প্লাটফরমে প্রবেশের মুহূর্তে ওই ব্যক্তি রেল লাইনের ওপর শুইয়ে পড়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ঘটনাটি সান্তাহার রেলওয়ে থানায় জানানো হয়েছে বলে জানান নাটোর স্টেশন মাস্টার।
বিডি প্রতিদিন/এএ