রংপুরের পীরগঞ্জে এক ব্যক্তিকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিবার রাতে উপজেলার চতরা ইউনিয়নে।
পুলিশও এলাকবাসী সূত্রে জানা গেছে, চতরাহাট থেকে বাজার শেষে রবিবার গভীর রাতে মোস্তাফিজুর রহমান ওরফে চেংটু (৩৮) বাড়িতে ফিরছিলেন।
এ সময় একই গ্রামের মৃত আব্দুল গনি সরকারের ছেলে রোস্তম আলী (৫৫) নাউয়ার পুকুর পাড় নামক স্থানে বটগাছের নিচে তাকে এলোপাথাড়ী ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সাথে রোস্তম আলীর আগে থেকেই বিরোধ চলে আসছিল।
পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে রুস্তম আলীকে আসামি করে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম