ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোস্তফা কামালকে (৪২) দিনদুপুরে ফিল্মি স্টাইলে অপহরণের ঘটনায় দলীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। রবিবার সন্ধ্যায় রাজৈ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়ন ও স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
গত শনিবার দুপুরে চান্দাব বোর্ড বাজার এলাকা থেকে ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোস্তফা কামালকে অপহরণের ঘটনা ঘটে। পরে মোস্তফা কামালের স্ত্রী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেন। পরে মোস্তফা কামালকে উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ। এ ঘটনার মামলার এক নম্বর আসামি মেহেদী হাসান শাহাজকে গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এ ঘটনায় রবিবার সন্ধ্যায় রাজৈ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ।
প্রতিবাদ সভায় রাজৈ ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল হক মাস্টার বলেন, শ্রমিকলীগ নেতা মোস্তফা কামালের অপহরণকারীদের শাস্তির আওতায় না নেওয়া পর্যন্ত রাজৈ ইউনিয়ন আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা বলেন, মোস্তফা অপহরণের বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে জানানোর সাথে সাথে ওসি ও এসপিকে অবগত করি। পরে পুলিশ উপজেলার ভরাডোবা এলাকা থেকে রাতের বেলায় উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, শ্রমিকলীগ নেতা অপহরণের ঘটনায় তার স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে মামলা করেছেন। মামলার মূল আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই